
অগ্রণী দুয়ারের আয়োজনে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা
♦ স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক দুয়ারের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টায় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড, গোদাগাড়ী শাখার ব্যবস্থাপক শিব শংকর কনুনগো। বিশেষ অতিথি ছিলেন, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির আখতার জাহান, সাবেক মেম্বার গোলাম আরিফসহ অন্যরা। অগ্রণী ব্যাংক লিমিটেড, বালিয়াঘাটা এজেন্ট মোঃ আরিফের তত্বাবধানে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় এলাকার ছাত্র-ছাত্রীরা অংগ্রহণ করে। বিজয়ীদের বিশেষ পুরস্কারে ভুষিত করে অগ্রণী ব্যাংক লিমিটেড, গোদাগাড়ী শাখা।