চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে শহরের হুজরাপুরস্থ কার্যালয় চত্বরে থেকে শোক র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে। পরে কার্যালয়ের ৩য় তলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ আকবাল করিম আকন্দ। অতিথি ছিলেন অব. সিনিয়র সহকারী সচিব মুহা. মাহাতাব উদ্দিন, ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এসপিও আমিনুল ইসলাম। এসময় ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ ও বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।