
অধ্যক্ষ নিজামউদ্দিন শাহ্’র দাফন সম্পন্ন
শাহনেয়ামতুল্লাহ্ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিজামউদ্দিন শাহ্ আর নেই। তিনি বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। মরহুমের জানাযা শুক্রবার বাদ জুমা ফকিরপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হয় এবং মিস্ত্রিপাড়া গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। দীর্ঘদিন থেকেই তিনি বার্ধক্যজনিত জনিত নানা রোগে ভুগছিলেন। ১৯৮১ সালে তিনি শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং ২০০১সালে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। শাহনেয়ামতুল্লাহ্ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিজামউদ্দিন শাহ্ এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষে সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।