চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সোলেমান আলী শনিবার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে শয্যাশায়ি ছিলেন। অধ্যাপক সোলেমান নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান ছিলেন। মরহুমের নামাজের জানাযা রবিবার সকাল ৯টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর রেজা গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, অধ্যক্ষ সোলেমান দৈনিক গৌড় বাংলার নিজ¯^ প্রতিবেদক কপোত নবীর বড় খালু।