চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌর এলাকার অক্টয়মোড়ে ফাউণ্ডেশনের নিজ কার্যালয়ে মুসলিম এইড.ইউ.কে বাংলাদেশ ফিল্ড অফিসের অর্থায়নে আই.এফ.বি.সি ফাউন্ডেশনের আয়োজনে গরিব দুস্থদের মাঝে ৮০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইখতেখার উদ্দিন শামীম। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশনারী অফিসার সিরাজুম মনির আফতাবী, আই.এফ.বি.সি ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন মামুন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক রাসেল আহম্মেদ হীরাসহ ফাউণ্ডেশনের কর্মকর্তাবৃন্দ।