
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে
শিবগঞ্জে শেষ ৩ দিনের জেলা ইজতেমা
♦ স্টাফ রিপোর্টার
বিশ্বের মুসলিমদের শান্তি কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শনিবার সকালে শেষ হয়েছে শিবগঞ্জে শুরু হওয়া ৩ দিন ব্যাপি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইজতেমা। ইন্দোনেশিয়া ও ভারতের ২টিদলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১০ হাজার মুসল্লীর অংশ গ্রহণে মাওলানা মুফতি আব্দুল্লাহ মুনসুর আল্লাহ’র কাছে ¶মা প্রার্থনা, মুসলিম উম্মাহর ঐক্য, শাস্তি, হেদায়েত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন। সকাল সাড়ে ১১টা থেকে আধাঘন্টা ব্যাপি মোনাজাতের মধ্য দেয়ে শেষ হয় জেলা ইজতেমা। এর আগে পথভ্রষ্ট মুসলমানের সঠিক পথের দিশা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার আহবান জানিয়ে বয়ান করেন মাওলানা মুফতি আব্দুল্লাহ মুনসুর। ইজতেমা চলাকালে ফায়ার সার্ভিস ও আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিল এবং ৩ দিন ধরেই মাঠে ছিল পুলিশের কন্ট্রোল রুম। এদিকে, স্থানীয়ভাবে ইজতেমায় পরিবার ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাতে মুসল্লীরা অংশ করতে পেরে নিজেকে ধণ্য, আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।