গোমস্তাপুর প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ রহনপুর শাখার উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভিপি ও শাখা ব্যবস্থাপক আব্দুল মতিন শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তা পুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মওলানা আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম ও মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।