প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় পাবনা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ঈশ্বরদী উপজেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরন অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দাশুড়িয়া এম.এম উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে এই এ্যাথলেটিক্স প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মো: বকুল সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা ক্রীড়া অফিসার মো: আখতারুজ্জামান রেজা তালুকদার। ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী দাশুড়িয়া এম.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম জহুরুল ইসলাম। এ্যাথলেটিক্স প্রতিযোগিতা খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন পাবনা সদর উপজেলার নজরুল ইসলাম হাবু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ক্রীড়া) মো: আব্দুল খালেক, ঈশ্বরদী, দাশুড়িয়া এম.এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো: খায়রুল হাসান।