
স্টাফ রিপোর্টার \ উপজেলা পর্যায়ে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবারো শিবগঞ্জ ফাযিল (স্নাতক) মাদ্রাসা নির্বাচিত হয়েছে। এছাড়া উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেষ্ঠ প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জোবদুল হক। উপজেলার ৪৮টি মাদ্রাসার মধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার মাধ্যমে এবছরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। এনিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান চতুর্থবারের মত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও ১০ বারের মতো শিক্ষকের প্রধান হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ জোবদুল হক নির্বাচিত হয়েছেন। এদিকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিক্ষক ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জোবদুল হক জানান, জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভা সদরে অবস্থিত শিবগঞ্জ ফাযিল (¯œœাতক) মাদ্রাসা। উপজেলা পর্যায়ে ৪৮টি মাদ্রাসার মধ্যে জাতীয় শি¶া সপ্তাহ প্রতিযোগিতার মাধ্যমে আমার এই শিক্ষাপ্রতিষ্ঠান উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলার শেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে আমাকে নির্বাচিত হয়েছি। তিনি আরো বলেন, ইতোপূর্বে অত্র প্রতিষ্ঠানটি ৪বার ও আমি ১০বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছি। তিনি আরো বলেন, আমার শিক্ষক জীবনে প্রতিষ্ঠানে প্রধান হিসেবে ৩১ বছরের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করছি। ভবিষ্যতে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়কর, কামিল ও অনার্স কোর্স খোলার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছি করছি এবং সকলে সহযোগিতা কামনা। বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৩৫ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। মাদ্রাসার আইসিটি লার্নিং সেন্টারে ২২টি ল্যাপটপ ও ৭টি ডেক্সটপ ও দুটি প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয় ক্লাস নেয়া হচ্ছে।