
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্য’র
‘মেধা’ পদক লাভ
♦ স্টাফ রিপোর্টার
‘ভিয়েতনাম সরকার কর্তৃক ঈবৎঃরভরপধঃব ড়ভ গবৎরঃ পেয়েছেন ইবিএইউবি-এর মাননীয় উপাচার্য’ প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। গত ১৫ অক্টোবর বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ভিয়েতনাম দূতাবাস বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য, প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, (ইবিএইউবি)-কে ভিয়েতনাম সরকারের পক্ষে ঈবৎঃরভরপধঃব ড়ভ গবৎরঃ হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত ত্রান ভান খোয়া। বিয়য়টি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এর জন সংযোগ বিভাগের এক প্রেসনোটে নিশ্চিত করা হয়।