চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার নয়াগোলায় অবস্থিত এম.এম.হক আইডিয়াল স্কুল যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে ১৪ আগস্ট প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ’ শীর্ষক শিরোনামে রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক কাউসার জাহান, এম.এম.হক আইডিয়াল স্কুলের অধ্যক্ষ এ.কে.এম. দেলওয়ার জাহান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর জীবনের উপর সুদীর্ঘ আলোচনা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের প্রতি নিষ্ঠুর ও নির্মম হত্যাযজ্ঞের সঠিক বর্ণনা এবং তৎকালীন বেঈমান ঘাতক দালালদের নিন্দিত কালো অধ্যায় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক মোঃ আমানত খাঁন। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের কার্যক্রম শেষ হয়। উল্লেখ্য, দিবসটি উপলক্ষে শিশু একাডেমির আয়োজনে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় ‘গ’ গ্রæপে’ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটি পুরস্কারই ছিনিয়ে আনার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থীরা।