Sharing is caring!

স্টাফ রিপোর্টার \ দেশের অন্যতম ও জেলার শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রæপ’র অর্থায়নে নির্মিত “এরফান গ্রæপ জামে মসজিদ” এর শুভ উদ্বোধন আগামীকাল শুক্রবার। “অগ্রযাত্রার পথে একধাপ এগিয়ে…” শ্লোগানে সদর উপজেলার আমনুরা রোডে আতাহার বুলনপুরস্থ প্রধান কার্যালয় চত্বরে ২ কোটিরও অধিক টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক “এরফান গ্রæপ জামে মসজিদ”। সুসজ্জিতভাবে নির্মাণ হওয়া এই “এরফান গ্রæপ জামে মসজিদ” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম। প্রধান আলোচক হিসেবে থাকবেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আবু সালেহ। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করবেন ‘এরফান গ্রæপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী।
সদর উপজেলার আতাহার বুলনপুরস্থ প্রধান কার্যালয় চত্বরে “এরফান গ্রæপ জামে মসজিদ” এর উদ্বোধন শুক্রবার সকাল ১১টায়, আলোচনা সভা সোয়া ১১টায়, জুম্মার নামাজ দুপুর সোয়া ১টায়।
মসজিদ নির্মান বা ধর্মীয় যে কোন প্রতিষ্ঠান নিয়ে যে মানুষটি সর্বদায় একধাপ এগিয়ে থাকেন, তিনি হচ্ছেন, ‘এরফান গ্রæপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ জেলার অসংখ্য মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, ইদগাহ, গোরস্থান নির্মানে যাঁর হাত সব সময়ই প্রসস্ত। এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাঁর কাছে সহযোগিতার জন্য গিয়ে খালি হাতে ফিরে এসেছেন, এমন কোন নজির নেই। ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য তিনি তাঁর দানের হাত সর্বদায় প্রসারিত রেখেছেন। শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই নয়, জেলার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানেও রয়েছে তাঁর আর্থিক সহায়তা। ধর্মীয় বা যে কোন প্রতিষ্ঠানে সহায়তা করা যেন তাঁর এক প্রকার নেশা। দুঃস্থ, রোগাক্রান্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যও সর্বদা প্রস্তুত থাকেন ‘এরফান গ্রæপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী। এমন কোন মাস সপ্তাহ, মাস নেই, যে মাসে তিনি ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অসহায়, দুঃস্থ ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের সহায়তার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন নি। লক্ষ লক্ষ টাকা সহযোগিতা করে বিভিন্নভাবে সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন জনাব এরফান আলী দীর্ঘদিন থেকেই। জেলার বিভিন্ন মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা করার পাশাপাশি তিনি নিজ খরচে উন্নতমানের সামগ্রী দিয়ে দৃষ্টিনন্দন ও সুসজ্জিত একটি জামে মসজিদ নির্মাণ করলেন “এরফান গ্রæপ জামে মসজিদ”। এই মসজিদে একসাথে প্রায় ৪ শতাধিক মুসল্লী নামাজ আদায় করতে পারবেন।
এছাড়াও জেলার একটি দৈনিক পত্রিকা “দৈনিক চাঁপাই দর্পণ” এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে পৃষ্ঠপোষকতা করে আসছেন ‘এরফান গ্রæপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *