চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ ওজনে কারচুপির অভিযোগে শহরের অভিজাত হোটেল ‘আলাউদ্দিন হোটেল এন্ড রেষ্টুরেন্ট’ এবং আরেকটি মিষ্টির দোকান ‘নবাব মিষ্টান্ন ভান্ডার’কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট ও পাশের শহীদ সাটু হল মার্কেটের দুটি খাবার (মিষ্টির) দোকানে অভিযান চালিয়ে ওজনে কারচূপির অভিযোগে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ঘন্টাব্যাপী পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম জানান, বিকেলে ১৯৮২ সালের ওজন ও পরিমাপের বিশেষ অধ্যাদেশের ৪৫ ধারায় শহরের নিউ মার্কেটের ‘নবাব মিষ্টান্ন ভান্ডার’ ও শহীদ সাটু হল মার্কেটের ‘আলাউদ্দিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে’ অভিযান চালানো হয়। এসময় আলাউদ্দিন হোটেল এন্ড রেষ্টুরেন্টে এক কেজি ১০০ গ্রাম দই এর পাত্রে ২০০ গ্রাম দই ওজনে কম পাওয়া যায়। অন্যদিকে নবাব মিষ্টান্ন ভান্ডারেও এক কেজিতে ১৬৪ গ্রাম দই ওজনে কম পাওয়া যায়। ওজনে কারচুপির অভিযোগে এ দুই দোকান মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিজাত হোটেলে এধরণের ওজনে কারচুপি ঘটনায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলেকি, এভাবেই দীর্ঘদিন থেকে এই হোটেলগুলোতে ওজনে কারচুপী করেই অর্থ সংগ্রহ করে একের পর এক দোকান বৃদ্ধি করছেন। তাহলে, অবশ্যই এসব খাবারের দোকানে ভ্রাম্যমান আদালতের সতর্ক নজরদারী প্রয়োজন এবং আরো বড় ধরণের জরিমানা ব্যবস্থা হলে এসব দূর্ণীতি বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল।