
কাটাখালিতে অগ্নিদগ্ধ হয়ে ১৭ যাত্রী নিহত
♦রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর কাটাখালি থানার সামনে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসের ১৭ যাত্রী নিহত হয়েছে। আশংঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ২জন চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী প্রতিনিধি সৈয়দ মাসুদ এর প্রতিবেদন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ২টার দিকে রংপুর থেকে রাজশাহীগামী ঢাকা মেট্রো-চ-১৩-৭০৬৬ নম্বরের একটি হাইস মাইক্রোবাসের সাথে ঢাকাগামী হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ১১ যাত্রী ও হাসপাতালে নেয়ার পর আরো ৬ জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রাঙামাটি গ্রামের জনৈক সালাউদ্দিন ও তার পরিবার এবং আত্মীয় স্বজন উক্ত মাইক্রোবাসে করে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা দেখতে আসার পথে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সাভিসের একটি ইউনিট ও পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে গুরুত্বর আহত ৬জনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। আর বাকি ১১জন যাত্রী ঘটনাস্থলে অগ্নিদ্বদ্ধ হয়ে মারা যান। এঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ঘটনাস্থল ও রাজশাহী জেলা প্রশাসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরির্দশন করেছেন।