
কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ
♦ শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি শতবর্ষের কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলীর বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির অভিযোগ তুলেছেন স্কুলের শিক্ষকগণ। শিক্ষক প্রতিনিধিরা অভিযোগ এনে বলেন, জানুয়ারী মাসের ১১ তারিখ এখন পর্যন্ত ঠিকমতো ছাত্র-ছাত্রী ভর্তি করছেন না প্রধান শিক্ষক।
এখন পর্যন্ত মাত্র কয়েকজন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়েছে, কিন্তু ভর্তি হওয়া শিক্ষার্থীদের সবাইকে বই দেয়া হয়নি। প্রধান শিক্ষক পাঁচ বছর ধরে কোন শিক্ষককে ম্যানেজিং কমিটির অনুমোদিত টাকা পয়সার কোন সুযোগ সুবিধা দিচ্ছেনা একাই সব ভোগ করে আসছেন বলেও শিক্ষকদের অভিযোগ। এসব বিষয়ে কথা বলতে গিয়ে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকদের মনোমালিন্য ঘটে বলে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে। স্কুলে তালা মারার ব্যাপারে বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী (দপ্তরী) তসলিম জানায়, রবিবার প্রধান শিক্ষক স্কুল থেকে যাওয়ার সময় আমাকে বলে যান আমি না আসা পযন্ত তালা খুলবেনা তাই আমি তালা খুলিনি। অফিস সহকারী দিলিপ একই কথা জানায়। বইয়ের ঘরে তালা মেরে প্রধান শিক্ষক চাবি নিয়ে চলে যান। যার কারনে আমি ঘরের তালা খুলতে পারিনি। এব্যাপারে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী স্কুলের ঘরে তালা মারার বিষয়টি এড়িয়ে গিয়ে মুঠোফোনে জানান, স্কুলের তালা খুলা আছে। শিক্ষকরা কোথা থেকে রিসিভ কপি সংগ্রহ করে ছাত্র-ছাত্রী ভর্তি করছিল ওগুলো আমি দেয়নি। সংবাদকর্মীরা স্কুলে উপস্থিত থেকে বিষয়টি জানতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি আমি দেখছি।