
গাইবান্ধায় ডুবে এক শিশু ও দুই যুবকের মৃত্যু
♦ গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১ শিশু ও পলাশবাড়ী উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে দ্ইু যুবকের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিনসিংহা গ্রামে ও পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গাবাঁধ এলাকায় পৃথক এ ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধা সদরের বঠল্লমঝাড় ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোহা মিয়ার ছেলে আবিদ (৫) ও বগুড়া উপশহর এলাকার সিয়াম (২১) ও তার বন্ধু সজিব হোসেন (২১)। রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুপুরে সহপাঠি শিশুদের সাথে উঠানে খেলছিল আবিদ। এক পর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। পরে খোঁজাখুজির পর পুকুর থেকে আবিদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা। অপরদিকে, হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পল্লব মিয়া জানান, তিনদিন আগে সিয়াম তার বন্ধুকে নিয়ে হোসেনপুর ইউনিয়নের জগৎনাথপুর গ্রামে নানা জয়নাল আবেদীন দুদুর বাড়ীতে বেড়াতে আসেন। দুপুরে স্থানীয় চেরেঙ্গা বাঁধ এলাকায় করতোয়া নদীতে গোসল করতে নামে ওই দুই যুবকসহ কয়েকজন। এসময় অন্যান্যরা নদী থেকে উঠে এলেও সিয়াম ও সজিব পানিতে ডুবে যায়। পরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।