
গার্ল গাইডস এ্যাসোসিয়েশন
চাঁপাইনবাবগঞ্জে ‘হলদে পাখি’দের নিয়ে প্রশিক্ষন
♦ স্টাফ রিপোর্টার
বাংলাদেশ গার্লস গাইডস এ্যাসাসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘হলদে পাখি’ সম্প্রসারণ কার্যক্রমের আওতায় “হলদে পাখি” দের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সোমবার গার্লস গাইড ভবন চাঁপাইনবাবগঞ্জ কল্যানী মহিলা সংসদে জেলা কমিশনার গৌরি চন্দ সিতুর সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা সম্পাদক রোকসানা আহ্মদ, স্থানীয় কমিশনার কবিতা চন্দ ও শাহনাজ বেগম। প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ গার্লস গাইডস এ্যাসাসিয়েশন রাজশাহী অঞ্চলের প্রশিক্ষক দিলারা বেগম, তানজিমা বিনতে হান্নান।
প্রশিক্ষনে জেলার হলদে পাখিরা অংশ নেয়। ট্রাফিক আইন বিষয়ে আলোচনা করেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মেহেদী হাসান এবং ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে সচেতনামূলক আলোচনা করেন ডা. শতাব্দি মন্ডল।