গোদাগাড়ী থেকে সফিকুল ইসলাম \ প্রাই ২ কোটি টাকা ব্যয়ে গোদাগাড়ীতে ইয়াতিম খানার নতুন ভবন নির্মিত হচ্ছে। উপজেলার মোহনপুর ইউনিয়নের ভূত পুকুর নামক স্থানে এই ভবনের কাজ নির্মিত হচ্ছে। গত মঙ্গলবার সকালে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ নেওয়াজ ৭৬ ল¶ টাকা ব্যয়ে নির্মিত ইয়াতিম খানার ছাত্রবাস ভবনের ভিত্তিপ্রস্থর কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী ইয়াতিম খানার সুপার মাওলানা খাইরুল ইসলামসহ কর্মচারীবৃন্দ। ইয়াতিম খানার সুপার মাও. খাইরুল ইসলাম জানান, কাতার চ্যারিটির অর্থায়নে গোদাগাড়ী সদরে একটি ইয়তিম খানা দীর্ঘদিন হতে পরিচালিত হয়ে আসছিলো, কিন্তু সেখানে ইয়াতিম ছাত্র-ছাত্রীদের জায়গা সংকুলান না হওয়ায়, ইয়াতিমদের থাকা, লেখাপড়া ও সার্বিক সুবিধা বিবেচনা করে মোহনপুর ইউপির ভূতপুকুর নামক স্থানে ১০ বিঘা জমির উপর কাতার চ্যারিটির অর্থায়নে ভবনের কাজ চলমান আছে। ২০১৬ সালের জুন মাসে নতুন ইয়াতিম খানার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ৮৩ ল¶ টাকা ব্যায়ে ইয়াতিম খানার স্কুল ভবন ও মার্কেট, ৩৬ ল¶ টাকা ব্যায়ে শি¶কদের আবাসিক ভবন নির্মাণ শেষ হয়েছে। মঙ্গলবার ৭৬ ল¶ টাকা ব্যয়ে ছাত্রাবাস ভবন নির্মান কাজের উদ্বোধন হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে ভবন নির্মানের কাজ শেষ হবে বলে তিনি জানান। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজ নতুন ভবনের ঢালাই কাজের উদ্বোধনের সময় পুুরো এলাকা ঘুওে দেখেন এবং তিনি ইয়াতিম খানার ক্যাম্পাসে আম গাছসহ বিভিন্ন গাছ লাগার পরামর্শ প্রদান করেন। এছাড়াও ভবন নির্মাণ কাজে ভালো ভাবে কাজ করা ও মান সম্মত সামগ্রী ব্যবহারের নির্দেশ দেন।