
গোদাগাড়ী প্রতিনিধি \ রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কার নিয়ে বিজ্ঞান মেলা হয়েছে। মঙ্গলবার সিসিবিভিও-রাজশাহী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-ঢাকার সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন” প্রকল্পের অধীনে প্রযুক্তি বিজ্ঞান ক্লাবের আয়োজনে, গোদাগাড়ী উপজেলার ১১টি বিজ্ঞান ক্লাবের অংশ গ্রহণে ক্লাস্টার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহা: খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিও’র প্রশাসনিক পরিচালক এভারিষ্ট হেমব্রম, ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়ারা, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, হরিণ বিসকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার পলাশ ও প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষকবৃন্দ, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ, অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের বিজ্ঞান শিক্ষক, অত্র বিদ্যালয়ের সকল মিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ। শান্তির পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহা: খালিদ হোসেন ও অতিথিবৃন্দ। বিজ্ঞান মেলায় পড়ে থাকা ও ¯^ল্পমূল্যের উপকরণ দিয়ে প্রকল্প তৈরি করে যা তাদের পাঠ্য বইয়ের সাথে সম্পর্কিত। মেলায় ১১টি বিজ্ঞান ক্লাবের ৬৬টি প্রজেক্ট উপস্থাপন করে। উল্লেখযোগ্য প্রজেক্টের মধ্যে ছিল আলু দিয়ে বিদ্যুৎ তৈরি, আগামীর গ্রাম, বায়োগ্যাস প্লান্ট, বিদ্যুৎ ছাড়া এসি, ডিজিটাল এসি কার্বন ডাই অক্সসাইড গ্যাস ব্যবহার করে বৈদুতিক শক্তি উৎপাদন, মাটি পরীক্ষা, বাড়ির অপচয় পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, আগ্নেগিরির মডেল, জেনারেটর তৈরির প্রক্রিয়া, প্যাসকেলের সুত্রের প্রমাণ, নিউটনের সুত্রের প্রমাণ, শব্দ সঞ্চালনের মাধ্যম, পানির অপচয় রোধ, বিভিন্ন গ্যাসের প্রস্তুত প্রণালী ইত্যাদি। মেলার আলোচনা ও সমাপনী পর্বে সভাপতিত্ব করেন প্রযুক্তি বিজ্ঞান ক্লাবের সভাপতি মোসা: রিজিয়া আক্তার। এই পর্বে ¯^াগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, আয়োজক সংস্থার পক্ষে বক্তব্য রাখেন মাহাবুব জামান তপন, প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন সিসিবিভিওর প্রকল্প সমš^য়কারী নিরাবুল ইসলাম নিরব । মেলায় ১ম পুরষ্কার লাভ করে গ্যালাক্সী বিজ্ঞান ক্লাব, বাজাবাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় পুরষ্কার লাভ করে প্রযুক্তি বিজ্ঞান বিজ্ঞান ক্লাব, উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩য় হয় আদর্শ বিজ্ঞান ক্লাব, হরিণ বিসকা উচ্চ বিদ্যালয়। মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক বিজ্ঞান ক্লাবকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে এম এইচ হানিফ, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, ২য় ফারিয়া আফরিন, ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান লাভ করে ইসরাত জাহান মেহেক, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়। অংশ গ্রহণকারী প্রত্যেকে সান্তনা পুরস্কার দেয়া হয়।