
সফিকুল ইসলাম, গোদাগাড়ী থেকে \ গোদাগাড়ী-আমনুরা সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার কাজের অভাবে অসংখ্য বড়-বড় ও ছোট খালে ভরে ওঠায় জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। যে কোন সময় বড় ধরণের সড়ক দূর্ঘটনা ঘটার আশংকা করছেন স্থানীয়রা। গোদাগাড়ী আমনুরা সড়কের প্রায় ২৫ কিলোমিটার রাস্তার মধ্যে রয়েছে ১০টি ঝুকিপূর্ণ বাঁক। এ বাঁক গুলোতে কোন প্রকার দিক নির্দেশনা না থাকায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তার পরেও চালকেরা জীবন জীবিকার তাগিদে প্রতিদিন ঝুকি নিয়ে ওই সড়ক দিয়ে গাড়ি চালায়। কিন্তু এ সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে চরম ¶োভ ও অসন্তোষ বিরাজ করছে। সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিভিন্ন ধরনের ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর পার্শ্ব ভাঙ্গার ফলে রাস্তা ছোট হয়ে যাওয়ায় দুটি গাড়ী আসা যাওয়ার সময় প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নিরূপায় হয়ে যাত্রীরা প্রতিদিন মারাত্মক ঝুকি নিয়ে গোদাগাড়ী আমনুরা আসা যাওয়া করছেন। এমতাবস্থায় রাস্তাটি সংস্কার করা না হলে সড়কটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তাছাড়া রোগিবাহী এ্যামবুলেন্স গুলো পড়ে চরম বিপাকে। এছাড়া রাস্তা খারাপের কারণে অনেক যান বাহন কমে যাওয়ায় রাস্তার অযুহাতে যাত্রীদের গুনতে হচ্ছে দেড় থেকে দুই গুন ভাড়া। এ অবস্থায় দুরপাল্লার যানবাহন চলাচল না করায় চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। বিশেষ করে গোদাগাড়ী আমনুরা সড়কের বিশ্বনাথপুর, খয়রা, দুধাই বটতলা, কাজীপাড়া, কাশিমালা, দিগরাম, সাধুর মোড়, কলিপুর সরমংলা রাস্তাগুলো যানবাহন চলাচলের অনুপযোগী। জনদূর্ভোগ নিরসনে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর।