গোমস্তাপুর প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে আদিবাসীদের শশ্মনঘাট (ধোবাপুকুর) ও কালি মন্দির দখলের প্রতিবাদে উপজেলা আদিবাসী সম্মনয় কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মিশনমোড় থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গোমস্তাপুর উপজেলা স্মৃতিস্তম্ভ চত্তরে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আধিবাসী সম্মনয় পরিষদের সভাপতি কর্ণেল লুইস মূমূ, আদিবাসী নেতা অতুল চন্দ্র শীল, জগদিশ স্বরেন, উত্ত¡ম কুমার বর্মন, আদিবাসী নেত্রী ডলি স্বরেন, মার্ঊি মূমূ প্রমূখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রধান করেন আদিবাসী নেতারা।