গোমস্তাপুর প্রতিনিধি \ চাঁপাইবগঞ্জের গোমস্তাপুরে ১ দিনের ব্যবধানে আরও এক সড়ক ডাকাতকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ২দিনে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন সড়ক ডাকাতকে আটক করা হল। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আইনুল হক জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের আফসার আলীর ছেলে শরিফুল (২২) কে চৌডালা বেলালবাজার থেকে আটক করা হয়। সে ডাকাতি মামলার আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে তিনি জানান। গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট থানা এলাকায় সড়ক ডাকাতসহ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক করতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।