গোমস্তাপুর প্রতিনিধি \ গোমস্তাপুরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠন এই কর্মসূচি পালন করে। শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য, শিশু সমাবেশ ও র্যালি, আলোচনা সভা হয়। বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলার নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস.এম জাকারিয়া, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দল।