Sharing is caring!

স্টাফ রিপোর্টার \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের অবাঙালী দলিত সম্প্রদায়ের ৫০টি পরিবারের মাঝে সারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উৎসব সর্বজনীন। ‘ধনী গরীবে, নেই কোন ভেদাভেদ’ শ্লোগানে অর্থের অভাবে যেন কেউ দুগ্যোৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই স্বপ্নের ‘স্মাইল প্লিজ’ নামের এই কার্যক্রমের উদ্যোগ। সোমবার দুপুরে স্থানীয় ইউনিয়ন চত্বরে উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাদেরুল ইসলাম, সচিব সজীব সাহা, স্মাইল প্লিজ এর প্রেস এসিস্ট্যান্ট শাহীনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বাপ্নিকগণ। এসময় ৩৪ জনকে শাড়ি, ১৫ জনকে লুঙ্গি এবং ১ জনকে থ্রী পিস দেয়া হয়। গত ২ বছরে ৬২০ জনকে উপহার দেয়া হয়েছে। এবছর আরও ৫০টা পরিবারের মুখে হাসি ফোটানো হলো। আগামী ২৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফের সুবিধাবঞ্চিত ৬০টি রোহিঙ্গা বাচ্চার মুখেও একইভাবে হাসি ফুটানো হবে। স্মাইল প্লিজের কো-অর্ডিনেটর ফারিয়া রহমান জানান, “স্মাইল প্লিজ একটি ধারনা এবং আন্দোলনের নাম। সমাজের উচ্চবিত্তদের এই আন্দোলনে অংশ নিলে উৎসবের আনন্দ থেকে কেউ বঞ্চিত হবে না।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *