গোমস্তাপুর প্রতিনিধি \ গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্ত¡র সংলগ্ন মিল চাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম। বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুস সামাদ আজাদ, আসাদুল্লাহ আহমদ, মোয়াজ্জেম হোসেন, এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, এনায়েত করিম তোকি, মতিউর রহমান মতি, শরিফুল ইসলাম শরিফ, প্রভাষক শফিকুল ইসলাম, যুবদল নেতা আসলাম আলীসহ অন্যরা। অনুষ্ঠানে প্রবীণ বিএনপি নেতা আব্দুস সামাদ আজাদের সদস্য পদ নবায়ন ও রহনপুর বাজার এলাকার ইসাহাক আলী খানকে নতুন সদস্য পদ প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।