প্রেস বিজ্ঞপ্তি \ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ব্রজনাথপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ লিটার বাংলা মদসহ একজনকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, গোমস্তাপুর উপজেলার ব্রজনাথপুর গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে মোঃ শামীম @ ডলার(২৫)। পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলামের পাঠানো এক প্রেসনোটে জানা যায়, গত শনিবার গোমস্তাপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ব্রজনাথপুর গ্রামের পূর্বপাড়ায় আসামী মোঃ শামীম @ ডলার এর বাড়িতে রাত্রি অনুমান সোয়া ২ টার দিকে এস.আই(নিঃ) এম.এম সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয় এবং আসামীর বসত বাড়ির বসত ঘরের চৌকির নিচে কালো রঙের জারকিন থেকে ৮লিটার দেশীয় তরল চোলায় মদ উদ্ধার করে। অত্র ঘটনায় গোমস্তাপুর থানার মামলা নং-৩৮, তারিখ-৩০/০৭/২০১৬ইং, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।