
গোমস্তাপুর প্রতিনিধি \ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৩৮ হিঃ উপলক্ষে ইসলামীক ফাউন্ডেশন গোমস্তাপুর উপজেলা আয়োজনে মঙ্গলবার মিলাদ মাহাফিল র্যালী আলোচনা সভা ও শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজাহান আনসারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম আলমগীর কবীর। বক্তব্য রাখেন শ্যামপুর দারুসন্নাহ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, প্রসাদপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক শামসুল ইসলাম, তোজাম্মেল হোসেন একাডেমির সহকারী শিক্ষক রুহুল আমিন, উপজেলা ইসলামীক ফাউনন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আনোয়ারুল হক, মডেল কেয়ার টেকার কাউসার জামান প্রমূখ। আলোচনা শেষে হামদ ও নাত, কেরাত এবং কবিতা প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরস্কার বিতরন করা হয়।