
গোমস্তাপুর প্রতিনিধি \ গোমস্তাপুরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপল¶ে বৃহস্পতিবার সকালে জন্মাষ্টমী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপল¶ে একটি শোভাযাত্রা শ্রী শ্রী শ্যামরায় দেবত্তর আখড়া থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদ¶িন করে একই স্থানে আলোচনা সভা মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন শ্রী শ্রী শ্যামরায় দেবত্তর আখড়ার মহন্ত সেবাইত শ্রী মহন্ত শ্রী ¶িতিশ চন্দ্র আচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি শ্রী মনোতোষ চক্রবর্তী, সহ-সভাপতি শ্রী গৌতম রায়, সাধারণ সম্পাদক শ্রী ডলার কুমার শাহ, যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা সফি আনসারী, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, ছাত্রলীগ নেতা সদর আলী রিপন প্রমূখ। আলোচনা সভা শেষে কীর্ত্তন ও ভোগ বিতরন করা হয়।