
গোমস্তাপুর প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গোমস্তাপুর উপজেলার লেবুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪ তলা ভীত বিশিষ্ট ১ তলা ভবনের একাডেমীক ভবনের উদ্ধোধন করা হয় হয়েছে। রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক আফসার আলী, রাধানগর ইউপি আওয়ামীলীগ সভাপতি সাইদুর রহমান, পার্বতীপুর ইউপি আ’লীগ সভাপতি আফসার আলী খাঁন প্রমূখ। এছাড়া খরকাডাঙ্গা দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা নিজ অর্থে নির্মিত ভবনের উদ্ধোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।