
গোমস্তাপুরে ৩ জনকে জরিমানা
♦ গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারী নির্দেশনা অমান্য করায় ৩ জনকে ৫ হাজার ৭’শ ত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চন্দন কর। শনিবার উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের পিছনে দৈনিক বাজার বসানোর অপরাধে আবুল কাশেমকে ৫ হাজার টাকা ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের ১ জন দোকান মালিক ও ১ জন পথচারীকে ৭’শ টাকা জরিমানা করা হয়। এদিকে, জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টি.এস.আই জাকির হোসেনের নেতৃত্বে ট্রাফিক পুলিশ রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাঁশ দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশ।