
গোমস্তাপুর প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজার-আড়গাড়াহাট সড়কে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, ওই ডাকাতদল উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজার-আড়গাড়াহাট সড়কে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোমস্তাপুর থানার পুলিশের একটি টহল দল তাদের আটক করে। আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার চকশ্রীরামপুর গ্রামের মজিবুরের ছেলে রবিউল (১৯), বসন্তপুর গ্রামের আরসাদ আলীর ছেলে আনোয়ার (১৯), আড়গাড়াহাট গ্রামের কসিমুদ্দিনের ছেলে লালু (২৫) ও একই গ্রামের আকুমুদ্দিনের ছেলে ভাদু (৩২)। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।