
চাঁপাইনবাগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ
কার্যক্রম বিষয়ে বিশেষ সভা
♦ প্রেস বিজ্ঞপ্তি
চাঁপাইনবাগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে সোমবার বেলা ১২:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব রওনক মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ (সকল), উপজেলা নির্বাহী অফিসার (সকল), মেয়র, পৌরসভা (সকল), চাঁপাইনবাবগঞ্জ, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ। উক্ত সভায় জেলায় ত্রাণ বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও যথাযোগ্য ব্যক্তি যাতে ত্রাণ পায় সে বিষয়েও তদারকি করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে দোকানপাট খোলা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সকলের সুচিন্তিত মতামত গ্রহণ করা হয়েছে।