1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় মাত্রাতিরিক্ত নৌকা ভাড়া ও ইজারা আদায় ॥ দূর্ভোগে চরাঞ্চলবাসী - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলাহাটে নানা প্রতিবন্ধতকা ও দারিদ্রতার মধ্যেও সফল জয়ীতাদের জীবন যুদ্ধ! চাঁপাইনবাবগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন নওগাঁর নিয়ামতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ভোলাহাটে কৃষি বিভাগের প্রদর্শনীর উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মতিউর গ্রেফতার ভোলাহাটে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন গোমস্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মাদক মামলায় কলেজ ছাত্রকে ফাঁসানোর দাবিতে কানসাটে পরিবারের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় মাত্রাতিরিক্ত নৌকা ভাড়া ও ইজারা আদায় ॥ দূর্ভোগে চরাঞ্চলবাসী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৬৮ বার পঠিত
Exif_JPEG_420

চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় মাত্রাতিরিক্ত নৌকা ভাড়া ও ইজারা আদায় ॥ দূর্ভোগে চরাঞ্চলবাসী

অতিরিক্ত নৌকা ভাড়ার কারণে চরম দূর্ভোগ পোহাচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলবাসী। দীর্ঘদিনের এই ভোগান্তির কোন সমাধান হচ্ছে না। এমনিতেই পদ্মার ভাঙ্গনে দিশেহারা চরাঞ্চলের মানুষগুলো, তার উপর আবার নৌকায় যাতায়াতে জিম্মি করে ভাড়া আদায় করা হচ্ছে। বিষয়টি সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃস্টি কামনা করেছেন ভূক্তভোগীরা। সরজমিন ঘুরে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের চর পাঁকার পদ্মা পাড়ের বাসিন্দা মোমিন উদ্দিন। তিনি গ্রামাঞ্চলে সাইকেলে ফেরী করে থান কাপড় বিক্রি করেন। ইদানিং মেয়েদের জন্য থ্রি-পিচের কাপড়ও বিক্রি করছেন তিনি। এসব কাপড় জেলা শহরের ক্লথ ষ্টোর গুলো থেকে গাট্টি বেঁধে কিনে নিয়ে যান। কিন্তু নৌকায় ওই গাট্টি নিয়ে যেতে হলে গুনতে হবে মোটা অংকের টাকা। মোমিন বলেন, সাধারণ যাত্রিদের ভাড়ার পাশাপাশি যাত্রীদের বহন করা ব্যাগ কিংবা বস্তারও ভাড়া গুনতে হয় দ্বিগুন। আমি নৌকায় আমার ভাড়া দিয়েছি। এ ছাড়াও থান ও থ্রি-পিচ কাপড়ের গাট্টি নৌকায় পার করতে গিয়ে দিতে হয়েছে ১২০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ সদরের আলিমনগর ঘাট থেকে চরাঞ্চলে যাওয়ার জন্য জহোরপুর, বাখের আলী, দক্ষিন ও উত্তর পাঁকা মিলিয়ে মোট ৪টি ঘাট আছে। স্থানীয়দের অভিযোগ এসব ঘাটে যাতায়াতের সময় নৌকায় বিশ কেজির এক কার্টুনে ৬০০ টাকা, মোটর সাইকেলে একশ টাকার পরিবর্তে ১৫০ টাকা, সিমেন্টের বস্তা প্রতি ত্রিশ টাকার বদলে ৫০ টাকা, ঔষধের একটি কার্টুন পারাপার করতে ঘাটের ইজারাদারকে দিতে হয় ৮০-১০০ টাকা পর্যন্ত। দুলালের ১২ বিঘা জমিতে উৎপাদন হয় ধান, কলাই, গম, কলা আর কাঁচা সবজি।উৎপাদিত ফসল বিক্রির জন্য বাজারে নিতে নৌকায় ভাড়ায় খরচ বাড়ে দ্বিগুন।তিনি বলেন; ‘ধান কিংবা গমের বস্তা নৌকায় পারাপার করলে দিতে হয় ৫০-৫৫ টাকা।প্রতিটি কলার কাঁদি বিশ টাকা নেওয়ার কথা থাকলেও ঘাটের লোকজন ৪০-৪৫ টাকা করে নিচ্ছে। মাসুম নামের এক পদ্মা পাড়ের বাসিন্দা বলেন, নৌকায় গরু পারাপারে উপজেলা প্রশাসন ৫শ টাকা টোল নির্ধারণ করলেও ঘাটের মালিক নেয় ৬০০ টাকা।বিভিন্ন ধরণের আটা, ভুষি, খৈল, সারের বস্তার ভাড়া নেয় ৪৫-৫০ টাকা। প্রতিবাদ করতে গেলে ঘাটের লোকজন আমাদের মারমুখি আচারণ করেন। পদ্মা পাড়ের আরেক বাসিন্দা তোজাম্মেল বলেন, চলতি সপ্তাহে ২৫ কেজি ওজনের একটি লোহার জানালা পারাপার করতে নৌকা ভাড়া নিয়েছে ২৫০ টাকা। ঘাটের ইজাদারদর প্রশাসনের নিদিষ্ট ভাড়ায় নৌকা চালাতে বললেও তারা শুনেনা। ভয়ে প্রতিবাদ করার সাহস পাইনা। কাজের তাগিদে বাধ্য হয়ে শহর মুখি হতে হয়। আলিমনগর ঘাটের ইজারাদারকে সরাসরি না পাওয়া গেলেও তার এক অনুসারীর সাথে কথা হয়। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তেলের দাম বেড়েছে। যার কারণে আমরা একটু ভাড়া বাড়িয়ে নিই। তাছাড়া আমরা আমাদের কাজ ঠিকমতো পালন করি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, ভাড়া বেশি নেওয়ার খবর পাইনি। সদর ও শিবগঞ্জের ইউএনও কে বলে বিষয়টির ব্যবস্থা নিতে বলবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!