চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর রোডপাড়া গ্রামে ভোলাহাটগামী সড়কে অভিযান চালিয়ে তিনটি জিহাদী বইসহ মো. জামাল উদ্দিন ওরফে জামাল (৫০) নামে একজনকে জেএমবি সদস্যকে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। জামাল শিবগঞ্জের কমলাকান্তপুর রানিহাটী মাষ্টারপাড়া গ্রামের মৃত. গুদর মন্ডলের ছেলে। জামাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে র্যাব-৫ রাজশাহী’র মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। র্যাবের এক প্রেসনোটে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, আটক জামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র সাথে সম্পৃক্ততার কথা ¯^ীকার করেছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।