Sharing is caring!

স্টাফ রিপোর্টার \ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফ এর নির্যাতনে ২ বাংলাদেশী আহত হয়েছেন। চোরাইপথে ভারত থেকে গরু আনার সময় ভারতের বিএসএফের রাবার বুলেটের আঘাতে ১জন এবং অপরজন বিএসএফ এর পিটুনিতে আহত হয় বলে জানা গেছে। শনিবার ভোর ৫টার দিকে শিংনগর বিওপির অধীনস্ত ১৭১নং পিলার এলাকায় এঘটনা ঘটে। রাবার বুলেটে আহত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর সাহাপাড় মুন্সীপাড়া গ্রামের আইনুল হকের ছেলে ওহিদুর রহমান (৩৩) ও একই গ্রামের তারাপুর পন্ডিতপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আব্দুল শরীফ (৪৫)। তবে ঘটনার বিষয় নিশ্চিত করেননি চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৫টার দিকে শিংনগর বিওপির অধীনস্ত ১৭১নং পিলার এলাকা দিয়ে চোরাইপথে গুরু নিয়ে আসার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে ওহিদুর রহমানকে রাবার বুলেট নিক্ষেপ করলে সে আহত অবস্থায় পালিয়ে আসে। এসময় তাকে তার আত্মীয়রা উদ্ধার করে গোপনে চিকিৎসা করাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান। অন্যদিকে, একই কারনে শিংনগর পন্ডিতপাড়া গ্রামের আমজাদের ছেলে শরিফ(৪৫) ভারতের একই ক্যাাম্পের বিএসএফের সদস্যরা বেধড়ক পিটুনী দিলে সে গুরুতর আহত হয়ে বাংলাদেশে পালিয়ে আসে। তবে তার আত্মীয়রা শরিফকে এলাকাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে গোপন স্থানে রেখেছে বলে জানা গেছে। এব্যাপারে শিংনগর বিওপির জনৈক বিজিবি সদস্য বলেন, শরীফ নামে একজন গরু আনার জন্য অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে, চাঁপাইবাবগঞ্জ বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস.এম আবুল এহশান জানান, এধরনের কোন ঘটনার সংবাদ আমাদের জানা নেই।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *