চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ জেলার শিবগঞ্জে উপজেলা স্কাউটস ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে স্কাউটস ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ধোধন করেন বাংলাদেশ স্কাউটস রেজিষ্ট্রেশন ও আ্যাগুনারী বিষয়ক জাতীয় কমিটি সভাপতি এবং সমাজকল্যাণ সচিব জিল্লার রহমান। শিবগঞ্জ উপজেলা স্কাউটস সভাপতি ও শিবগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কমিশনার মুশফিকুর রহমান, সম্পাদক আসলাম কবির, শিবগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক এ্যাড. আতাউর রহমানসহ অন্যরা। উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, শিবগঞ্জে দ্রুত স্কাউটস কর্মকান্ড গতিশীল করতে ব্যবস্থা নেয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।