Sharing is caring!

স্টাফ রিপোর্টার \ চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য কিন্ডার গার্টেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ মনসুরা বেগম ও সহ-অধ্যক্ষ বেগম নিলুফার বানুকে বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার সকালে শহরের কাঠাল বাগিচাস্থ প্রতিষ্ঠানের চত্বরে এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না। নিকেতনের কে.জি থ্রী’র শিক্ষার্থী ফয়সাল আহমেদ সাঈদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনসুরা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য মেসবাহুল জাকের জঙ্গী এবং অবসরপ্রাপ্ত সহ-অধ্যক্ষ বেগম নিলুফার বানুকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা। ¯^াগত বক্তব্য রাখেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর অধ্যক্ষ সুফিয়া সুলতানা। বক্তব্য রাখেন ‘শিশু শিক্ষা নিকেতন’ এর সম্পাদক মনিম উদ দৌলা চৌধুরী, বিদায়ী অধ্যক্ষ মনসুরা বেগম ও সহ-অধ্যক্ষ বেগম নিলুফার বানু, পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ (অব.) সাইদুর রহমান, অভিভাবক, শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার বৈশাখী ও মোঃ বেলাল হোসেন। সুনামের সাথে পাশ করে উচ্চ শিক্ষা গ্রহণকারী এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মেসবাহুল জারিফ অর্ঘ্য। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রেহেনা ফেরদৌস রিনা। এসময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল হান্নান, শফিকুল আলম ভোতা, অব. কলেজ শিক্ষক মোঃ শাহআলম, মোয়াজ্জেমা হক, এনামুল হক তুফানসহ নিকেতনের শিক্ষক মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য শিক্ষকগণ, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অভিভাবকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিদায়ীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন উপহার তুলে দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শেষে বিদায়ী শিক্ষকদের উপহার তুলে দেন শিক্ষার্থীদের পক্ষে সারা খাতুন ও ঐশী, শিক্ষকদের পক্ষে অধ্যক্ষ ও সহ অধ্যক্ষ, কার্যকরী কমিটির পক্ষ থেকে বিলকিস আহমেদ চৌধুরী ও একজন শিক্ষক। বিদায় অনুষ্ঠান পরিচালনা করেন রাশিদা নসিব শিশির। ১৯৮২ সালে মরহুম আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের ঐকান্তিক প্রচেষ্ঠায় ও বর্তমান পরিচালনা কমিটির প্রচেষ্টায় বিদ্যালয়টি অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ‘শিশু শিক্ষা নিকেতন’ এ প্রায় ৩’শ শিক্ষার্থী রয়েছে। আগামীতে সুনামের সাথে প্রতিষ্ঠান পরিচালনার জন্য অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *