
চাঁপাইনবাবগঞ্জের শেহালায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
♦স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের শেহালায় মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। বৃহস্পতিবার বিকালে শেহালা জগদীশ চন্দ্র প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেহালা তরুণ প্রগতি সংঘ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। ওয়ার্ড পুলিশিং কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, শহীদ মোহর আলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান পিন্টু, তরুণ উদ্যৌক্তা নাজনীন ফাতেমা জিনিয়াসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রাজু আহমেদ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।