স্টাফ রিপোর্টার \ চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠক সানাউল হক পিন্টুর স্মরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে সবুজ সংঘের আয়োজনে ও সবুজ সংঘের সভাপতি সালামত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রক্তান্ত সভাপতি শফিকুল আলম ভোতা, সবুজ সংঘের উপদেষ্টা এনামুল হক তুফান ও মরহুম সানাউল হক পিন্টুর সহধর্মীণি। সভায় সানাউল হকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মনিব উদ দৌলা চৌধুরী, মজিবুর রহমান, নবাবগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, হাসিব হোসেন ও মহিত কুমার দাঁ। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা পরিষদের সদস্য শান্তনা হক শান্তা, শাহিদা আক্তার রেখা, নারী নেত্রী শিউলী বেগমসহ অন্যরা।