1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের মোট ১৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এ কে এম গাঁলিভ খাঁন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মোট প্রার্থী ৭ জন। এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (নৌকা), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (ট্রাক), সাবেক এমপি গোলাম রাব্বানী (কেটলি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হুদা (মোমবাতি), এনপিপির প্রার্থী আব্দুল হালিম (আম), বিএনএফের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু (টেলিভিশন), জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন (লাঙ্গল) প্রতীক পেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোট প্রার্থী ৫জন। এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (ডাব), বিএনএফের প্রার্থী মো. আজিজুর রহমান (টেলিভিশন) এবং জাতীয় পার্টির প্রার্থী মোহা. আব্দুর রশিদ (লাঙ্গল) প্রতীক পেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মোট প্রার্থী ৪জন। এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস (নৌকা), বিএনএমের প্রার্থী সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন (নোঙ্গর), বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খান (টেলিভিশন) এবং এনপিপির প্রার্থী নাহিদুজ্জামান (আম) প্রতীক পেয়েছেন। তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। শেষ হবে ৫ জানুয়ারি সকাল ৮টায়। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

উল্লেখ্য, ৩০ নভেম্বর/২৩ মনোনয়নপত্র জমা দানের শেষ দিন পর্যন্ত আওয়ামীলীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, জাকের পাটি, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, এনপিপি ও বাংলাদেশ কংগ্রেস এর মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। ৩ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে আপিলে প্রার্থীতা ফিরে পান সতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও সদর আসনের এনপিপি’র নাহিদ হোসেন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩জন প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে মোট প্রার্থী ১৬জন। জেলার ৩টি আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনে ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে ৭ জন ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ৫ জন প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসীল মোতাবেক, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর/২৩ এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারী/২৪। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে পুরুষ ভোটার-২ লক্ষ ৪১ হাজার এবং মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৮৮। মোট ভোটার-৪ লক্ষ ৭১ হাজার ৮৮জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসননে পুরুষ ভোটার-২ লক্ষ ১৪ হাজার ১৮২ এবং মহিলা ভোটার-২ লক্ষ ১৬ হাজার ৮৫৬। হিজড়া ভোটার-১ জন। মোট ভোটার-৪ লক্ষ ৩১ হাজার ৩৯ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পুরুষ ভোটার-২ লক্ষ ২৩ হাজার ১৫৩ জন এবং মহিলা ভোটার-২ লক্ষ ২০ হাজার ১০৩ জন। মোট ভোটার-৪ লক্ষ ৪৩ হাজার ২৫৬জন। চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে পুরুষ ভোটার-৬ লক্ষ ৭৮ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার-৬ লক্ষ ৬৭ হাজার ৪৭। হিজড়া ভোটার-১। মোট ভোটার-১৩ লক্ষ ৪৫ হাজার ৩৮৩।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!