চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোহালবাড়ী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সদর হাসপাতাল থেকে পুলিশকে মৃতদেহ সম্পর্কে জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে তাঁর দেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আরোও জানায়, মহানন্দা নদীর গোহালবাড়ী ঘাট সংলগ্ন এলাকার লোকজন পাশের সড়কে বিকেলে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওসি বলেন, মরদেহের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া মরদেহের ময়না তদন্ত, মামলা দায়েরসহ আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ী এলাকা থেকে শনিবার উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহের (৬০) পরিচয় রোববার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। রোববার মরদেহের ময়না তদন্তের পর তা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।