Sharing is caring!

M2U02211_000122 M2U02215_000133
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা \ অতিরিক্ত নকল নবিস মোহরারদের স্কেলভুক্ত করণ, বকেয়া বিল পরিশোধের দাবি ও বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে ৫ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবিসরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,  এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারী মীর এমরান আলী, নাচোল উপজেলা শাখার নেতা নজরুল ইসলাম, শিবগঞ্জের বদিউজ্জামান, গোমস্তাপুরের মোজাম্মেল হক, সাদিকুল ইসলামসহ অন্যরা। এসময় নকল নবিস মহিলা সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জোর দাবি জানান। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে একটি বিক্ষোখভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *