
চাঁপাইবাবগঞ্জ প্রতিনিধি \ সদর উপজেলার টংপাড়া আদিবাসীদের উপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও ভূমিদস্যু টি ইসলামের (তরিকুল ইসলাম) সন্ত্রাসী বাহিনীর প্রথম আলোর নিজ¯^ প্রতিনিধি আনোয়ার হোসেন দিলুর উপর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে আদিবাসীরা। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আসা আদিবাসীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন করে। জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, আদিবাসী ছাত্র পরিষদ জেলা শাখা, আদিবাসী মোর্চা, নাচোল আদিবাসী একাডেমী, জেলা আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠনসহ আদিবাসীদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধনে অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল, গোমস্তাপুর, নওগাঁর নিয়ামতপুর, রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার দূর-দূরান্ত থেকে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ। প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল রাজোয়ার, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, গোমস্তাপুর উপজেলার ওরাওঁ আদিবাসীদের দিঘরী পরিষদের
রাজা জহরলাল এক্কা, আদিবাসী মুক্তি মোর্চার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ মাহাত, নাচোল আদিবাসী একাডেমির সভাপতি যতিন হেমরম, আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাও, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা দিলিপ কুমার রায়, আদিবাসী নেতা উত্তম কুমার বর্মণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র নওগা জেলা সমš^ায়ক জয়নাল আবেদিন মুকুল, বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের সহকারী শি¶ক সোনিয়া খাতুন, আদিবাসী নেত্রী রঞ্জনা রানী বর্মন, করুনা রাজোয়ার, কল্পনা টুডু, খিরতী রানী বারোয়ার প্রমুখ। বক্তারা
বলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ার ¶ুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভোগ দখলে থাকা পুকরসহ বসত ভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করে আসছে দীর্ঘদিন থেকে শহরের ব্যবসায়ী টি ইসলাম (তরিকুল ইসলাম)। তার নির্দেশেই ওই পুকুরে গত ১৫ আগষ্ট খুব ভোরে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলা হয়। উল্টো সে নিজের পুকুর দাবি করে পুকুরে বিষ মিশিয়ে মাছ মারার অভিযোগে, প্রথম আলোর নিজ¯^ প্রতিবেদক আনোয়ার হোসেন ও জনকন্ঠের রাজশাহীর ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গিরসহ ¶ুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের ক
রেন। অন্যদিকে গত শুক্রবার নাচোলের মানিকড়া গ্রামে টি ইসলাম কর্তৃক পুকুর খনন ও উচু পাড় দেয়ায় জলাবদ্ধতার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে গেলে প্রথম আলোর সাংবাদিক আনোয়ার হেসেন ও সাংবাদিক আব্দুর রব নাহিদসহ আরো দুইজনের উপর হামলা করে। টি. ইসলামের নির্দেশেই ওই হামলার ঘটনা ঘটে। বক্তারা অবিলম্বে টি ইসলামসহ অন্য হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এছাড়া সাংবাদিকসহ ¶ুদ্র নৃ-গোষ্ঠির উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা। বক্তারা আরও বলেন, আদিবাসীদের ভূমি দখলকারী এবং সাংবাদিকদের উপর হামলাকারী টি ইসলামের হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তার ভূমি দখলের ষড়যন্ত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের উপর মামলা এবং হামলা করা হচ্ছে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী এবং মারপিট করে সাংবাদিকদের আহত করার পরও ভূমি সন্ত্রাসী টি ইসলাম বা তার সন্ত্রাসী বাহিনীর
কোই এখন পর্যন্ত গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। টি ইসলাম বর্তমান সময়েই নয়, দীর্ঘদিন থেকেই সরকারী এবং আদিবাসীদের জমি দখল করেছেন এবং আদিবাসীদের বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা হয়রানী এবং উচ্ছেদ করার চেষ্টা করছে। তবে, আদিবাসীরা বেঁচে থাকতে সেটা সম্ভব নয়। আদিবাসীরা মরতেও রাজি আছে। কিন্তু তাদের আদি পুরুষদের রেখে যাওয়া ভূমি কোন দখলবাজকে দখল করতে দেবেনা। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সাংবাদিক আনোয়ার হোসেন দিলু দীর্ঘদিন থেকেই আদিবাসীদের সুখে-দুঃখে পাশি ছিল। তেমনিভাবে আদিবাসীরা তাঁর হামলার বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত রয়েছে। তাই দ্রুত ভূমিদস্যু টি ইসলামসহ তার সন্ত্রাসী বাহিনীর লোকদের গ্রেফতার এবং শাস্তির ব্যবস্থা নেয়া হোক। বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আদিবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী টি ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। অন্যথায় শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী নেতৃবৃন্দ। উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে
র মানিকড়া গ্রামে ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলামের ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় আহত হন চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলোর নিজ¯^ প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, সাংবাদিক আব্দুর রব নাহিদ, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর ও ¶ুদ্র নৃগোষ্ঠীর নেতা বঙ্গপাল সর্দার। হামলাকারীরা সাংবাদিকদের দুটি ক্যামেরা ও মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন। ওই ঘটনায় রোববার নাচোল থানায় ব্যবসায়ী টি ইসলামসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়।