
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ আদিবাসীদের অধিকার, সমস্যা ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, এস.আই.এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও তাবিথা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রবিবার বিকেলে বাবু ডাইং এলাকার বৈলঠা ফিল্টিপাড়া মাঠে সভায় সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোঃ আমিমুল এহসান, সহকারী কমিশিনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান মাসুদ, ঝিলিম উইনিয়নের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি। উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি গৌরী চন্দ সিতু, এস.আই.এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর নিকোলাস মুরমু, তাবিথা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্টেফান সরেনসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয় আদিবাসীরা। আলোচনা শেষে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত দুটি গ্রæপে রচনা প্রতিযোগিতা এবং শিশু হতে ৫ম শ্রেণি পর্যন্ত দুটি গ্রæপে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।