Sharing is caring!

aatok copyচাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা \ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিবাদমান  দু’পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের সংঘর্ষে উভয়পক্ষ অন্তত: শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটেছে। ঘটনায় অন্তত: ৩ জন আহত হয়েছে বলে জানা গেলেও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সুত্র শুধু একজনের প্রাথমিক চিকিৎসা নেবার কথা জানিয়েছে। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে  কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতা এবং ইউ.পি চেয়ারম্যান আখতারুজ্জামান টিপুর সঙ্গে জামায়াত-বিএনপি ছেড়ে নতুন আওয়ামীলীগে যোগ দেওয়া নুরুজ্জমান ও জসিমের বিরোধ চলে আসছে। এই বিরোধে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন ধরেই চলা দুপক্ষের সংঘর্ষের জেরে বুধবার বিকেলে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরপর গভীর রাতে থেমে থেমে ককটেল বিস্ফোরন শুরু হলে উচ্চপদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পুনরায় ককটেল বিস্ফোরন শুরু হয়। এ সময় প্রায় পুরো ইউনিয়ন জুড়ে অন্তত: তিন ঘন্টাব্যাপী শতাধিক ককটেলের বিস্ফোরন ঘটায় উভয়পক্ষ। এর পর সদর মডেল থানা পুলিশ কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে আওয়ামীলীগ নেতা এবং ইসলামপুর ইউ.পি চেয়ারম্যান আখতারুজ্জামান টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার  করেছেন। তবে নুরুজ্জামান ও জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম স্থানীয় দুটি পক্ষের উত্তেজনা ও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই ইউনিয়নে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। তবে ককটেল বিস্ফোরন বা আহতের ব্যাপারে তিনি কিছু জানাননি। ঘটনায় কেউ আটক বা কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *