Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় বের হয়ে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ সাটু হল মার্কেটে সংগঠনের কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। ‘ভবিষ্যৎ অগ্রসরে, সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুন’-প্রতিপাদ্যে সংগঠনের জেলা শাখা সভাপতি এ্যাাড. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এরশাদ হোসেন খান, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক(ডিডি)তৌহিদুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে মমতাময় ও মমতাময়ী ব্যক্তিদের ক্রেষ্ট প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *