
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি উপলক্ষে পুরস্কার বিতরনী ও শীববস্ত্র বিতরণ করা হয়েছে প্রতিবন্ধীদের মাঝে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এনজিও প্রধান আফসানা বেগম, দৃষ্টি প্রতিবন্ধী সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল হক, প্রতিবন্ধী আব্দুল মতিনসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন, সমাজ সেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের অফিস সহকারী মোঃ শামসুল করিম। বক্তারা জেলায় প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন অফিসে চাকুরীসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রতিবন্ধীদের সহযোগিতার বিষয় আরও বৃদ্ধির আহবান জানান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাকসুদা বেগম সিদ্দিকা, এনডিসি রামকৃষ্ণ বর্মন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, আল-ইমরান ও মোঃ মুসাসহ স্থানীয় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধীরা। শেষে প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলার ৩’শ প্রতিবন্ধীর হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়। সভায় জানানো হয়য়, জেলায় ২০১৫-১৬ অর্থ বছরে ২ হাজার ৯’শ ৯০ জনের ভাতা বৃদ্ধি পেয়ে জেলায় সর্বমোট প্রতিবন্ধী বাতাভোগীর সংখ্যা ৭ হাজার ৬’শ ৪০ জন। প্রতিবছর জন প্রতি ৫’শত টাকা করে মোট ৪ কোটি ৫৮ লক্ষ ৪০ হাজার টাকা সহায়তা হিসেবে প্রদান করা হচ্ছে। এছাড়া ২০১৪-১৫ অর্থ বছরে জেলায় ৪০২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৪টি স্তরে শিক্ষা উপবৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে প্রাথমিক স্তরে ১৯৪ জন, মাধ্যমিক স্তরে ১১৪জন, উচ্চ মাধ্যমিক স্তরে ৫৬ জন এবং উচ্চতর স্তরে ৩৮ জনকে শিক্ষা উপবৃত্তি দেয়া হচ্ছে। প্রতিবছর জেলায় ৪০২জনকে২১ লক্ষ ৭৩ হাজার ২’শ টাকা দেয়া হচ্ছে। জেলায় এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের ¯^াবলম্বী করার লক্ষে ৭০২ জন অ¯^চ্ছল প্রতিবন্ধীকে ৮২ লক্ষ ৫৭ হাজার ৫’শ ২২ টাকা এবং ৯৭৪ জন অ¯^চ্ছল প্রতিবন্ধীর মাঝে ৯ কোটি ৫২ লক্ষ ৭১ হাজার ৭’শ ৭৪ টাকা বিনিয়োগ ও পূনঃ বিনিয়োগ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৭ হাজার ৩৪৫ জনকে প্রতিবন্ধী হিসেবে জরিপের অন্তর্ভূক্ত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪ হাজার ৬৫৯ জন, শিবগঞ্জে ৮ হাজার ৮০৪ জন, গোমস্তাপুরে ৪ হাজার ৫০ জন, ভোলাহাটে ১ হাজার ১৯৮ জন এবং নাচোলে ১ হাজার ৮৮৯ জন। বর্তমান পর্যন্ত জেলায় ৪ হাজার ৬’শ ৯০ জন প্রতিবন্ধীকে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। জেলায় মোট ৯টি বেসরকারী প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে তাদের জীবন মানের উন্নয়নে।