Sharing is caring!

IACD Art Competition-3চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ “জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই” শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে শুক্রবার স্থানীয় সাটু হল এর বারান্দায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সনাকের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্ম তথা শিশু-কিশোরদের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টি ও তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা তিনটি গ্রুপে শিশু থেকে ২য় শ্রেণী পর্যন্ত ‘ক’ গ্রুপের অঙ্কনের বিষয় ছিল উন্মুক্ত (যেমন খুশি তেমন); ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ‘খ’ গ্রুপের বিষয় ছিল ‘প্রকৃতি বা গ্রামীণ জীবন এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ‘গ’ গ্রপের বিষয় ছিল ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ধারণা/চিত্র’। প্রতিযোগিতায় মোট ২১ জন প্রতিযোগী-প্রতিযোগিনী অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সনাক সভাপতি সেলিনা বেগম, সহ-সভাপতি গৌরী চন্দ সিতু, সহ-সভাপতি গোলাম ফারুক, সনাক সদস্য সাইফুল ইসলাম রেজা, মোঃ আব্দুল খালেক, ড. দীপালী রাণী দাস, উম্মে সালমা হ্যাপি, স্বজন সমন্বয়কারী মোঃ নইমুল বারী, স্বজন সদস্য, টিআইবি কর্মকর্তাবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রæপের সদস্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিভাবকবৃন্দসহ প্রায় ৫০জন নারী ও ৭৫ পুরুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *