Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে ‘আবৃত্তি সন্ধ্যা’ ও মানবতার কবিতা পাঠের আসর হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার রাতে শহরের স্কাউট সংগঠন মুক্তমহদল ভবনে এ আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান। কবিতা পাঠের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের শিল্প সংস্কৃতি চর্চা বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, অব.শিক্ষক শাহ আলম, মুক্ত মহাদলের মুশফিকুর রহমানসহ অন্যরা। কবিতা পাঠের আসরে রবীন্দ্রনাথ ঠাকুর ও সুনীল গঙ্গোপাধ্যায় রচিত বিখ্যাত এবং স্বরচিত কোরাস ও একক কবিতা পাঠ করেন, কবি এনামুল হক তুফান, রাশিদা শিশির, ফারুক ফয়সল, গোলাম ফারুক মিথুন, এ কাশেম অনু প্রমুখ। এসময় শিল্প ও সাহিত্যানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *