Sharing is caring!

udichi-chapai-29.10.15চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উযযাপন অনুষ্ঠান দিনব্যাপী নানা আয়োজনে বৃহস্পতিবার পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে শহরের শহীদ সাটু হলের নিজ¯^ কার্যালয় চত্ত¡র থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় কচি কাঁচা সোনামনিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চাঁপাইনবাবগঞ্জ উদীচী সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিরুল মোমেনীন জীবনের সঞ্চলনায় সভায় মূল আলোচক ছিলেন অধ্যাপক সাদিকুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, অধ্যাপক মো. ইব্রাহীম, মিজানুর রহমান মিজু প্রমুখ। সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একক গান, গণসঙ্গীত ছাড়াও গোলাম মাওলার পরিচালনায় নাটক ‘এবারের সংগ্রাম” মঞ্চস্থ করা হয় আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ ছাড়াও সমাজের নানা শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *